Okay Accelerationist

সব সরকারি সংস্থার বিলগ্নীকরণ হোক না। ক্ষতি কী? ব্যাংক,পরিবহন, শিক্ষা। পয়সা দিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ো, প্রয়োজনে লোন নাও। তার পর কেরিয়ার নিয়ে দৌড়াও - লোন শোধ করতে হবে। চিরন্তন ধার-শোধের চক্রে আবদ্ধ হও। 9 to 5 job করো। দরিদ্ররা প্রান্তিক শ্রমিক হোক। সব কর্মক্ষেত্রই সংগঠিত হবে। কর্ম অন্ন অর্থে ব্যাস্ত হও, নিজের শ্রমের থেকে বিচ্ছিন্ন হও। alienation চরমে যাক। ধর্ম বর্ণ নিয়ে কেউ ভাববার সময়ও পাবে না। সবার একটাই ethic - work ethics. কর্মই ধর্ম। শ্রমের চেয়ে উদবৃত্তের মূল্য বেশি হোক। চারপাশ থেকে পুঁজিবাদের অভ্যন্তরীণ বিরোধাভাষ প্রকট হোক। capitalism is determined to fail due to its own internal antagonism. চারপাশ থেকে বুর্জোয়া গণতন্ত্র আমাদের জড়িয়ে ধরুক, সামন্তবাদ নিপাত যাক।
Slavoj Zizek এর ভাষায় বললে, "If capitalism is brutal, don't be a victim to it. Use it brutally."

Comments

Popular posts from this blog

নিরীশ্বরবাদীর দ্বন্দ্ব

পরিবেশ চৈতন্য